রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘পোষ্য কোটা’ নিয়ে চলমান আন্দোলন ও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণার কারণে রাকসু নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নির্ধারিত সময় ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ সম্ভব হবে কি না, তা নিয়ে শঙ্কিত শিক্ষার্থীরা।
শনিবারের সহিংসতার ঘটনায় উপ-উপাচার্যকে লাঞ্ছিত করার পর রোববার সিন্ডিকেট বৈঠকে পোষ্য কোটার স্থগিতাদেশ বহাল রাখা হয়। এরপর শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা শাটডাউন ঘোষণা দেন। এতে শিক্ষার্থীদের বড় অংশ ক্যাম্পাস ছেড়ে বাড়ি চলে যাচ্ছেন।
শিক্ষক সংগঠনগুলো অনির্দিষ্টকালের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। অপরদিকে ছাত্রসংগঠনগুলো অভিযোগ করছে, এটি মূলত নির্বাচনী প্রক্রিয়া বানচালের ষড়যন্ত্র।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম অবশ্য জানিয়েছেন, নির্ধারিত সময়েই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং পোষ্য কোটার সিদ্ধান্ত এতে প্রভাব ফেলবে না।