রাজধানীর পল্লবী থানার এক উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলীকে প্রত্যাহার করে রাজারবাগ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) ডিএমপি মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) আদেশে এই ব্যবস্থা নেওয়া হয়।

এসআই মোহাম্মদ আলীকে প্রত্যাহার করার আগে ঢাকা মেইলে ‘পল্লবী থানার কয়েকজন পুলিশের চাঁদার সাম্রাজ্য’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। প্রতিবেদনে উল্লেখ করা হয়, পল্লবী এলাকায় কয়েকজন পুলিশ সদস্য তল্লাশির নামে টাকা আদায়সহ নানা অপকর্মে লিপ্ত।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, “আজ (বুধবার) এসআই মোহাম্মদ আলীকে পল্লবী থানা থেকে প্রত্যাহার করে রাজারবাগ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।”

ইএফ/