চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে আগামী ১৬ অক্টোবর। শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সমন্বয় কমিটি এ সিদ্ধান্ত নিয়ে প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এক চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে জানান, “ফল তৈরির কাজ শেষ। ১৬ অক্টোবর ফল প্রকাশের জন্য প্রস্তাব পাঠানো হবে।”

নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করতে হয়। এ বছর পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট, ফলে ১৬ অক্টোবরই সময়সীমার শেষ দিন।

মোট ১২ লাখ ৫১ হাজার শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্রী সংখ্যা ছেলেদের তুলনায় সামান্য বেশি। সারাদেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর সম্মতি মিললেই চূড়ান্তভাবে ওই দিন ফল প্রকাশ করা হবে।