শরতের সকালেও ধোঁয়ায় ঢেকে রাজধানী ঢাকা। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার–এর সূচকে ঢাকার বায়ুর মান দাঁড়ায় ১৫৮ একিউআই পয়েন্ট, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ। বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান এখন ষষ্ঠ।

একই সময়ে দূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর (৩৩৫ স্কোর)। দ্বিতীয় স্থানে ভারতের রাজধানী দিল্লি (২২৯ স্কোর) এবং তৃতীয় স্থানে কলকাতা (১৮৪ স্কোর)। পাকিস্তানের করাচি (১৮৩ স্কোর) ও কুয়েত সিটি (১৬৪ স্কোর) যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে।

আইকিউএয়ার জানায়, একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ এবং ৩০১ এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়। অপরদিকে, ৫০ এর নিচে স্কোর মানে বায়ু ‘ভালো’।

বিশেষজ্ঞরা বলছেন, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলা ও শিল্পকারখানার নির্গমন ঢাকার বায়ুদূষণের মূল কারণ। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, শুষ্ক মৌসুমে এই সূচক আরও বাড়তে পারে।

বায়ু বিশেষজ্ঞ ড. আশরাফুল ইসলাম বলেন, “প্রতিদিন সকাল ও রাতে ঢাকার বাতাসে ক্ষুদ্র ধূলিকণার পরিমাণ বিপজ্জনক মাত্রায় পৌঁছায়। শ্বাসকষ্ট, হাঁপানি ও ফুসফুসের রোগ বাড়ছে।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) মনে করে, নিরাপদ বায়ুমান বজায় রাখতে শহরগুলোকে শিল্প নির্গমন নিয়ন্ত্রণ, রাস্তার ধুলা কমানো ও সবুজায়নে গুরুত্ব দিতে হবে।

এদিকে, দূষণের তালিকায় ঢাকার অবস্থান ক্রমেই স্থায়ী হয়ে পড়ছে, যা নগরবাসীর জন্য এক অশনি সংকেত বলে পরিবেশবাদীরা মন্তব্য করেছেন।

ইএফ/