আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট পর্যবেক্ষণের জন্য ড্রোন ও বডি ক্যামেরা ব্যবহার করার পরিকল্পনা করছে সরকার। এছাড়া নির্বাচনি কেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপনও ভাবনা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর বেইলি রোডে সাংবাদিকদের জানান, আইনগত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং উপযুক্ত ব্যবস্থার পরিকল্পনা চলমান।

তিনি আরও জানান, তেজগাঁওয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে নতুন বাংলাদেশ কনস্যুলেট অফিস স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়াটি অনলাইনে কার্যকর রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

শফিকুল আলম বলেন, “উদ্দেশ্য হলো নির্বাচনকে স্বচ্ছ, নিরাপদ ও নিরপেক্ষ রাখা। আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে ভোট পর্যবেক্ষণ আরও কার্যকর হবে।”

ইএফ/