ওস্তাদ আলাউদ্দিন খাঁ-এর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংগীতানুষ্ঠানে বক্তৃতায় সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, মানবতার জয়ে অবশেষে ফিলিস্তিনও মুক্ত হবে।
রাজধানীর ঐতিহাসিক লালবাগ কেল্লায় বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত শাস্ত্রীয় সংগীতানুষ্ঠানে অতিথি বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাদের মুক্তি এনে দেবে। তারা ন্যায়ের পক্ষে লড়ছে, মিথ্যার নয়।”
তিনি বলেন, “পরিবেশ আন্দোলন, নারী অধিকার বা শিশু অধিকার—সব আন্দোলনের মূলেই রয়েছে মানবতার জয়। গ্রেটা থুনবার্গের মতো পরিবেশকর্মীদের প্যালেস্টাইন সমর্থন সেই মানবিক বন্ধনেরই প্রতিফলন।”
রিজওয়ানা হাসান আরও বলেন, “আজ যদি একজন পরিবেশকর্মীর গ্রেফতারে বিশ্ব জেগে ওঠে, তবে আগামীকাল ফিলিস্তিনের প্রতিটি হত্যার বিরুদ্ধেও বিশ্ব জেগে উঠবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানসহ কূটনীতিক ও সংস্কৃতি অঙ্গনের অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন।
তিনি বলেন, “ফিলিস্তিনের মুক্তি শুধু একটি জাতির নয়, এটি মানবতার মুক্তি।”