সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন সহযোগীতাকারী হওয়ার প্রক্রিয়ায় নিজের দায় এড়াতে অন্যদের ওপর চাপ সৃষ্টি করছেন বলে মন্তব্য করেছেন আইনজীবী মো. আমির হোসেন।
বুধবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল‑১‑এর শুনানিতে তিনি এমন দাবि তোলেন।
তিনি বলেন,উনি নিজে বাঁচার জন্য অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচতে চাইছেন।
ট্রাইব্যুনালে শুনানিকালে আদালত এই মন্তব্যের জবাবে বলেন,তো নিজে বাঁচার জন্য অন্য লোকেরা আসে না কেন? এত আসামি আসে না কেন?
এর উত্তরে আইনজীবী বলেন,উনি নিজের ভুল‑ত্রুটি গোপন করে অন্যের ওপর দায় চাপাচ্ছেন।
এই মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল‑মামুন বউভাত পর্যায়ের রাজসাক্ষী হয়েছেন আর তাঁদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করছেন আইনজীবী আমির হোসেন।
মামলায় গ্রেপ্তার ও আদালতে উপস্থাপিত হয়েছে কয়েকজন সেনা কর্মকর্তা।