নয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকাল ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে তিনি গত সপ্তাহে নিউইয়র্ক যান। সেখানে তিনি মূল অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি “সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি” শীর্ষক উচ্চপর্যায়ের এক সাইড ইভেন্টে বক্তব্য রাখেন।

সফরকালে প্রধান উপদেষ্টা বিশ্বের অন্তত ১১টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে উন্নয়ন সহযোগিতা, প্রযুক্তি বিনিয়োগ এবং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার নানা বিষয় উঠে আসে।

সফর শেষে নিউইয়র্কের জন এফ. কেনেডি বিমানবন্দরে তাকে বিদায় জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

দেশে ফেরার পর তাকে স্বাগত জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা।