প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার (৩ অক্টোবর) ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, বিদেশ ভ্রমণ তার পছন্দের বিষয় নয়। অধিকাংশ মানুষই বিদেশ ভ্রমণ পছন্দ করে, হোক তা কাছের দেশ বা সমৃদ্ধ পশ্চিমের শহর। তবে তিনি জানান, কিছু কারণে বিদেশ ভ্রমণ তার কাজ নয়।
পোস্টে তিনি লিখেছেন, ২০১২ সালের নভেম্বরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পাঁচ শহরে ২৭ দিনের একটি দীর্ঘ ভ্রমণ করেছিলেন। সল্টলেক শহরের মরমন চার্চে তুষারপাত, নিউসিউম ও ওয়াশিংটন পোস্ট, ব্রডওয়ে মিউজিক্যাল, নিউইয়র্ক থেকে নায়াগ্রা জলপ্রপাতের ভ্রমণ সবকিছু করেছেন তিনি। এরপরও নতুন চাকরি তাকে বিশ্বের ধনী দেশগুলোতে আরও দুইবার নিয়ে গেছে। প্রতিবারই মনে হয়েছে বিদেশ ভ্রমণ তার জন্য নয়।
তিনি বলেন, “আমার আত্মা অন্য কোথাও প্রথিত। আমি লালায়িত প্রাচীন বটগাছ, নদীর ঘাট, ঘুমন্ত গ্রামের মাটির সর্পিল রাস্তা, ছোট চায়ের দোকান এবং বাংলার পথ ধরে দীর্ঘ, লক্ষ্যহীন যাত্রার জন্য। সেখানে চুপচাপ বসে থাকতে চাই, কথা বলতে চাই স্থানীয় মানুষদের সঙ্গে।”
শফিকুল আলম আরও উল্লেখ করেছেন, বিদেশে যে জায়গাগুলো তিনি দেখতে চাই তা হলো ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম ও ত্রিপুরার ছোট শহর। তিনি স্থানীয় মানুষের সঙ্গে দেখা করতে চান, জানার চেষ্টা করতে চান তারা এখনও কতটা প্রাচীন বাংলার সঙ্গে সংযুক্ত।