দীর্ঘদিনের দাবির পর সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া এখন নির্ধারিত হবে মূল বেতনের শতাংশ হারে।

বুধবার বিকেলে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরার, অর্থ বিভাগের সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার ও শিক্ষাসচিব রেহেনা পারভীন।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, “৫০০ টাকার নির্দিষ্ট বাড়িভাড়া বাস্তবতা বিবর্জিত। শিক্ষকরা যেন সম্মানজনক হারে বাড়িভাড়া পান, সেজন্য শতাংশ ভিত্তিক নীতিমালা অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এর ফলে পূর্বের স্থির ৫০০ টাকার পরিপত্র বাতিল হবে। শিক্ষা মন্ত্রণালয় দ্রুত নতুন নীতিমালা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে।

এদিকে, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সংগঠন “এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট” ঘোষণা করেছে, বাড়িভাড়া ২০ শতাংশে উন্নীত না হলে তারা আগামী ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে।

শিক্ষক নেতারা জানিয়েছেন, “আমরা কোনো বিলাসিতা চাই না, শুধু সম্মানজনক জীবনযাপনের ন্যায্য অধিকার চাই।”