বকেয়া বেতন ও নিয়মিত মাসিক বেতন পরিশোধের দাবিতে বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী (টেম্পোরারি লেবার রিক্রুটমেন্ট–টিএলআর) শ্রমিকরা মঙ্গলবার (২১ অক্টোবর) রেলভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। তবে বিকেল ৩টায় ঊর্ধ্বতনদের সঙ্গে বৈঠকের আশ্বাসে কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়।

রেলওয়ের টিএলআর ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক মো. শাওন জানান, ঢাকা, চট্টগ্রাম, পাকশী ও লালমনিরহাট বিভাগের শত শত টিএলআর শ্রমিক গেটকিপার, সোর্টার, খালাসী, ওয়েম্যান, রেস্টহাউস বেয়ারা, পয়েন্টসম্যান ও অফিস সহকারীসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন দক্ষতার সঙ্গে কাজ করেও গত তিন মাস তাদের বেতন বন্ধ রয়েছে।

শ্রমিকরা অভিযোগ করেন, বিভাগীয় কর্মকর্তারা ‘বাজেট অনুমোদন হয়নি’ এমন অজুহাত দেখিয়ে বেতন দিতে ইচ্ছাকৃত বিলম্ব করছেন। ২০ অক্টোবরের চিঠিতে তারা সতর্ক করেছেন, তিন মাসের বকেয়া ও নিয়মিত বেতন প্রদান না হলে ২১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি শুরু হবে।

শ্রমিকরা চারটি মূল দাবি জানিয়েছেন:
১. তিন মাসের বকেয়া বেতন ও ‘২৫-এর নীতিমালা’ অনুসারে দৈনিক ভিত্তিতে ৩০ দিনের হিসেবে বেতন পরিশোধ।
২. প্রতি মাসের ১০ তারিখের মধ্যে নিয়মিত বেতন প্রদান।
৩. সব অস্থায়ী শ্রমিকের চাকরি স্থায়ীকরণের প্রথা নিশ্চিত করা।
৪. কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা ও নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় পরিবারসহ তারা দুঃসহ জীবনযাপন করছেন। অনেকে একবেলা খেয়ে দুইবেলা না খেয়ে দিন কাটাচ্ছেন। রেলওয়ের কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের দাবি জানানো হয়।