নারী সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভিন হক বলেছেন, গৃহকর্মীদের ন্যূনতম মজুরি ও মর্যাদা নিশ্চিতে রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত ছায়া সংসদে তিনি গৃহকর্মীদের নিবন্ধন, চুক্তিপত্র ও ন্যায়পাল নিয়োগের দাবি জানান।
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর এফডিসিতে আয়োজিত ‘আইন নয়, মানবিক দৃষ্টিভঙ্গিই গৃহকর্মীর অধিকার নিশ্চিত করতে পারে’ শীর্ষক ছায়া সংসদে অংশ নিয়ে তিনি বলেন, “গৃহকর্মীদের বেতন কাঠামো ও অধিকার নিয়ে এখনই রাষ্ট্রীয় নীতি প্রণয়ন জরুরি।”
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, “গৃহকর্মীরা আজও দাসপ্রথার শৃঙ্খলে বন্দী। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া তাদের অধিকার রক্ষা সম্ভব নয়।”
তিনি গৃহকর্মীদের সুরক্ষায় ১০ দফা প্রস্তাব দেন এর মধ্যে শ্রমআইনের আওতায় আনা, লিখিত চুক্তি, স্বাস্থ্যবিমা, নিবন্ধন, পুনর্বাসন ও সচেতনতা প্রচারণা অন্যতম।
ছায়া সংসদে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ দল বিজয়ী হয় এবং বিজয়ীদের হাতে ট্রফি ও সনদ তুলে দেওয়া হয়।
ইএফ/