জাতীয় ঐকমত্য কমিশন আগামী জাতীয় সংসদকে জুলাই সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়নে বাধ্য করার প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে। প্রস্তাব অনুযায়ী, সংসদ ২৭০ দিন (৯ মাস) সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে এবং একই সঙ্গে নিয়মিত সংসদীয় কার্যক্রমও চালাবে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) কমিশনের কার্যালয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক দুপুর ২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলে। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, “উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। দ্রুতই সুপারিশ সরকারের কাছে জমা দেওয়া সম্ভব হবে।”

চূড়ান্ত প্রস্তাব অনুযায়ী, গণভোটে দুটি প্রশ্ন থাকবে ১) আদেশ অনুমোদন করবেন কি না এবং ২) প্রস্তাবিত সংস্কার বাস্তবায়ন চান কি না। সনদ বাস্তবায়ন না হলে সংসদকে বিলুপ্ত ঘোষণা বা স্বয়ংক্রিয় বাস্তবায়ন নিশ্চিত করার বিষয়ে আলোচনা চলছে।

বৈঠকে উপস্থিত বিশেষজ্ঞরা জানান, গণভোটের সময় নির্ধারণ অন্তর্বর্তী সরকারের হাতে থাকবে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, সিনিয়র আইনজীবী ও বিশ্ববিদ্যালয়ের আইন বিশেষজ্ঞরা বৈঠকে অংশ নেন।

ইএফ/