রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকায় পুলিশ পরিচয়ে একদল ব্যক্তি একটি বাসায় ঢুকে হামলা চালিয়ে লুটপাট করেছে। এতে ওই বাসার মালিকসহ তিনজন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে হামলাকারীরা বাসার প্রধান ফটকের কেঁচিগেট ভেঙে জোরপূর্বক প্রবেশ করে। বাসায় তখন মাকসুদা আক্তার মুক্তা ও তার দুই ছেলে—সাইফুল হাসান ও সিফাত হাসান ঘুমিয়ে ছিলেন। হামলার সময় দুই ছেলেকে মারধর করা হয় এবং পরে পরিবারের সবাইকে একটি ঘরে আটকে রেখে নগদ চার লাখ টাকা, ফ্রিজ, খাট, স্বর্ণালংকার ও সিসিটিভি ক্যামেরার ডিভিআরসহ মূল্যবান জিনিসপত্র লুট করা হয়।

ভুক্তভোগী মাকসুদা আক্তার মুক্তা জানান, হামলাকারীরা সবাই মুখে মাস্ক পরে ছিল, তবে তাদের মধ্যে প্রায় ১০-১২ জনকে চিনতে পেরেছেন। তিনি ঘটনার পর থানায় একটি মামলা দায়ের করেছেন, যেখানে ১১ জনের নাম উল্লেখ করে ১৫-২০ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মোহাম্মদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, মূলত জমি সংক্রান্ত বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। একটি পক্ষ নিজেদের উচ্ছেদের জন্য বাসায় জোরপূর্বক ঢুকে এই হামলা চালিয়েছে। ইতোমধ্যে পুলিশ অভিযানে নেমেছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।