জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুরোনো ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের একমাত্র অফিসিয়াল ওয়েবসাইট হবে www.nu.ac.bd যেখানে সব তথ্য ও সেবা পাওয়া যাবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, আগে ব্যবহৃত ওয়েবসাইটটি আর কার্যকর থাকবে না, ফলে পরীক্ষার ফল, ভর্তি সংক্রান্ত তথ্য, অফিসিয়াল নোটিশ, একাডেমিক নির্দেশনা ও প্রশাসনিক সেবা সব কিছুই এখন থেকে মূল সাইট www.nu.ac.bd এর মাধ্যমে পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের সব তথ্যের সত্যতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করার জন্য ভবিষ্যতে শুধুমাত্র মূল ওয়েবসাইট ব্যবহার করতে হবে। পুরোনো সাইটে প্রবেশের চেষ্টা করলে ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে নতুন সাইটে রিডাইরেক্ট হবেন বলে জানিয়েছে আইসিটি দপ্তর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পুরোনো ওয়েবসাইটটি একসময় পরীক্ষার ফলাফল ও ভর্তি সংক্রান্ত তথ্য প্রদানের জন্য ব্যবহৃত হতো। তবে প্রযুক্তিগত জটিলতা এবং ডেটা ব্যবস্থাপনার আধুনিকায়নের লক্ষ্যে তা এখন সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
এক কর্মকর্তা বলেন, একাধিক ওয়েবসাইটে তথ্য প্রকাশের ফলে অনেক সময় শিক্ষার্থী ও শিক্ষকরা বিভ্রান্তিতে পড়তেন। এখন থেকে সব কিছু এক ঠিকানায় পাওয়া যাবে, যা সবার জন্যই সহজ ও নির্ভরযোগ্য হবে।