বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ বলেছেন, জুলাই ১৯৭১-এর অভ্যুত্থানে শিক্ষার্থীদের সাহসিকতা ও নেতৃত্ব জাতির কাছে অনন্য উদাহরণ স্থাপন করেছে। এই চেতনা ও নেতৃত্ব শিক্ষার্থীদের প্রতি সাধারণ মানুষের আস্থা ও প্রত্যাশা বৃদ্ধি করেছে। প্রফেসর ফায়েজ বলেন, জুলাইযোদ্ধাদের সাহসিকতা জাতির গর্ব। তরুণরা এ চেতনায় অনুপ্রাণিত হয়ে সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।
রোববার (৯ নভেম্বর) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রফেসর ফায়েজ আরও বলেন, তোমরা মৃত্যুকে ভয় না পেয়ে দেশের স্বার্থে এগিয়ে এসেছ, এবং তোমাদের ডাকেই রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। তাই জুলাই চেতনার আলোকে সাহসীভাবে সমাজের উন্নয়ন ও সংস্কার কার্যক্রমে এগিয়ে যেতে হবে। পুরো জাতি তোমাদের দিকে তাকিয়ে আছে।
তিনি শিক্ষার্থীদের প্রতি দায়িত্বের গুরুত্বও স্মরণ করিয়ে দিয়ে বলেন, জাতির প্রত্যাশা পূরণে সতর্ক ও সক্রিয় থাকতে হবে। শিক্ষার্থীদের সহযোগিতায় টিম ওয়ার্কের মাধ্যমে দেশের ১৭০টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে শিক্ষার উন্নয়ন ও গবেষণার পরিবেশ সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, শেকৃবির উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রেজাউল করিম।
ইউজিসির ইন্টারন্যাশনাল কোলাবরেশন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মোছা. জেসমিন পারভীন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, এবং কার্যক্রমের মাধ্যমে সামাজিক ও মানসিক সচেতনতা বৃদ্ধির প্রাথমিক ধাপ শুরু হয়েছে।