২০২৫ সালের মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার মূল সনদপত্র আগামী ৯ নভেম্বর থেকে বিতরণ শুরু হচ্ছে। এই কার্যক্রম চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। ঢাকা বোর্ডের আওতাধীন জেলা ও উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট বোর্ড শাখা থেকে সনদ সংগ্রহ করতে পারবে।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়েছে, সনদ বিতরণ প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হবে। সনদ সংগ্রহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ঢাকা বোর্ডের ৪ নম্বর ভবনের পঞ্চম তলার সনদ শাখায় আসতে হবে।

বণ্টনের নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী, প্রথম দিন, ৯ নভেম্বর ঢাকা মহানগরীর প্রতিষ্ঠানগুলো সনদ সংগ্রহ করবে। পরবর্তী দিনগুলোতে যথাক্রমে মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ (১০ নভেম্বর), গাজীপুর ও কিশোরগঞ্জ (১১ নভেম্বর), মাদারীপুর ও শরীয়তপুর (১২ নভেম্বর), ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ (১৩ নভেম্বর), নারায়ণগঞ্জ ও নরসিংদী (১৬ নভেম্বর), এবং টাঙ্গাইল ও ঢাকা জেলার প্রতিষ্ঠানগুলো (১৭ নভেম্বর) সনদ পাবেন।

বোর্ডের নির্দেশে বলা হয়েছে, সনদ শুধুমাত্র প্রতিষ্ঠানপ্রধান বা তার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি গ্রহণ করতে পারবেন। প্রতিনিধি থাকলে তিনটি নমুনা স্বাক্ষর সত্যায়িত করা, প্রাধিকারপত্র এবং ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সিদ্ধান্তের অনুলিপি সঙ্গে আনা আবশ্যক। যদি প্রধানের পরিবর্তে অন্য কেউ সনদ গ্রহণ করেন, তাহলে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটির সভাপতি বা উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর থাকা বাধ্যতামূলক।

সনদ আবেদনপত্রে অবশ্যই শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্র কোড এবং স্কুল কোড উল্লেখ করতে হবে। এই পদক্ষেপ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মূল সনদ গ্রহণের প্রক্রিয়ায় সহজ ও সুশৃঙ্খল ব্যবস্থা নিশ্চিত করবে।