অবশেষে দীর্ঘ আন্দোলনের পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা শ্রেণিকক্ষে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার (১০ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বেতনগ্রেড উন্নীতকরণ বিষয়ে লিখিত আশ্বাস পাওয়ার পর প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ আন্দোলন স্থগিতের ঘোষণা দেয়।
সংগঠনের মুখপাত্র খায়রুন নাহার লিপি বৈঠক শেষে সাংবাদিকদের জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের দাবির বিষয়ে ইতিবাচক ভূমিকা নিয়েছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে উন্নীত করার প্রস্তাব ইতোমধ্যে পে কমিশনে পাঠানো হয়েছে। কমিশনের সুপারিশ পাওয়ার পর অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করবে।
খায়রুন নাহার বলেন, আমরা মন্ত্রণালয়ের লিখিত বক্তব্যকে প্রজ্ঞাপন হিসেবে ধরে নিচ্ছি। এটি আমাদের আন্দোলনের প্রাথমিক সাফল্য। আমরা আশ্বাসে আস্থা রেখে মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে শ্রেণিকক্ষে ফিরে যাচ্ছি।
এর আগে আন্দোলনের অংশ হিসেবে শিক্ষকরা টানা অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি পালন করছিলেন। গত শনিবার (৮ নভেম্বর) শাহবাগে ‘কলম বিসর্জন’ কর্মসূচিতে যোগ দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু শিক্ষক আহত হন। পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়লে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও শহীদ মিনারে আশ্রয় নেন।
দুই দিনব্যাপী কর্মসূচির পর সরকারের পক্ষ থেকে আলোচনার উদ্যোগ নেওয়া হলে সোমবারের বৈঠকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সরকারি প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়, তারা এখন মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায় থাকবেন। এ বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি না হলে আবারও কর্মসূচিতে ফেরার হুঁশিয়ারিও দেন তারা।