মামলার নথি অনুযায়ী, খুরশীদ ২৩ আসামির একজন। তিনি আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ আত্মসমর্পণ করেন।
বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন অভিযুক্তের নাম জিজ্ঞাসা করে তাকে কাঠগড়ায় দাঁড় করানোর নির্দেশ দেন। আগের দিন খুরশীদের আইনজীবী মোহাম্মদ শাহীনুর ইসলাম তিনটি পৃথক আত্মসমর্পণ আবেদন দাখিল করেন।
বিচারক বেলা ১১টা ৪৭ মিনিটে আবেদনের শুনানি করেন। এর আগে, এসব মামলায় ৩৪ সাক্ষী আদালতে তাদের জবানবন্দি দেন।
পূর্বাচল নিউ টাউন প্রকল্পের অধীনে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন ১২ থেকে ১৪ জানুয়ারি ঢাকার সমন্বিত জেলা অফিস-১-এ ছয়টি পৃথক মামলা দায়ের করে।
দুদকের অভিযোগ, রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে হাসিনা, তার ছেলে জয় ও মেয়ে পুতুল এবং বোন শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিকের জন্য পূর্বাচল নিউ টাউন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক অঞ্চলে অবৈধভাবে ছয়টি ১০ কাঠার প্লট অবৈধভাবে বরাদ্দ নেন। বিধি অনুযায়ী তারা এসব প্লট বরাদ্দ পাওয়ার যোগ্য নন।
২৫ মার্চ দুদক ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে ছয়টি অভিযোগপত্র দাখিল করে। ছয়টি মামলায় হাসিনাকে আসামি করা হয়। কমিশন সব আসামিকে পলাতক হিসেবে তালিকাভুক্ত করে। ৩১ জুলাই মোট ২৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।