ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত হয়েছে। একই সঙ্গে আদালত রুল জারি করেছেন।
এ আদেশ দেন হাইকোর্টের বেঞ্চ বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ার। রিটকারীর আইনজীবী মামনুর রশিদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত চেয়ে রিট করেছিলেন মো. লিয়াকত আলী। উল্লেখ্য, গত ১৪ আগস্ট ঢাকা ওয়াসার এমডি পদে তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, প্রার্থীকে বাংলাদেশী নাগরিক হতে হবে এবং ন্যূনতম স্নাতকোত্তর বা বিএসসি (ইঞ্জিনিয়ারিং) অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। সরকারি বা আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ন্যূনতম তৃতীয় গ্রেড স্কেল বা সমমানের বেতন স্কেল থাকতে হবে।
ঢাকা ওয়াসার এমডি দৈনন্দিন কার্যক্রম, উন্নয়নমূলক প্রকল্প পরিকল্পনা ও পরিচালনা এবং প্রতিষ্ঠান ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন। প্রার্থীর অবশ্যই পানি সরবরাহ, স্যানিটেশন সেক্টর অথবা সাধারণ প্রশাসন ও ব্যবস্থাপনায় সিনিয়র পর্যায়ে অন্তত ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
হাইকোর্টের এই স্থগিতাদেশে এমডি পদে নতুন নিয়োগ প্রক্রিয়া আপাতত বাতিল বা স্থগিত অবস্থায় রয়েছে এবং আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কার্যক্রম চলবে না।