দার্জিলিং জেলায় টানা ১২ ঘণ্টার প্রবল বর্ষণে ভয়াবহ ভূমিধসের সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর জানায়, রবিবারে ২৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা গত দুই দশকের মধ্যে সবচেয়ে বেশি। এতে অন্তত ২৮ জনের মৃত্যু ও শতাধিক মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরিক ও সুখিয়াপোখরি অঞ্চল। ধসে বহু বাড়িঘর ভেঙে গেছে, ভেসে গেছে কয়েকটি হোমস্টে ও দোকান। দুধিয়া নদীর তীরে থাকা বিএসএফের একটি ক্যাম্পও ধসে পড়েছে। একাধিক সেতু ভেঙে যাওয়ায় দার্জিলিংয়ের সঙ্গে শিলিগুড়ি ও কালিম্পংয়ের সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ।

স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানান, “পরিস্থিতি ভয়াবহ। উদ্ধারকর্মীরা রাস্তা বন্ধ থাকায় হেঁটে দুর্গত এলাকায় পৌঁছানোর চেষ্টা করছেন।”

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দুর্যোগ কারও হাতে নেই, তবে ক্ষতিগ্রস্তদের পাশে আমরা আছি। পর্যটকদের অনুরোধ করছি—অযথা আতঙ্কিত হবেন না, হোটেলেই অবস্থান করুন।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার রাজ্য প্রশাসনকে উদ্ধার ও পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।