জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো)-এর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।
প্যারিসে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ ৩০ ভোট পেয়ে জাপানের প্রতিনিধি টেকহিরো কানোর ২৭ ভোটকে হারায়। ভারত ও উত্তর কোরিয়া আগেই প্রার্থীতা প্রত্যাহার করেছিল।
এই প্রথমবারের মতো ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ, যা দেশের কূটনৈতিক অঙ্গনে একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।
৪৩তম সাধারণ সম্মেলনটি আগামী ৩০ অক্টোবর উজবেকিস্তানের সামারকান্দে শুরু হয়ে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে।
খন্দকার এম তালহা ১৫তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। তিনি এর আগে নিউইয়র্ক, জেনেভা, তেহরান ও লন্ডনে বিভিন্ন কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এটি দেশের আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধির এক ঐতিহাসিক অর্জন।