ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হওয়া ফিলিস্তিনিরা ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরে জানিয়েছেন তারা আসলে কারাগারে নয়, এক কসাইখানায় বন্দি ছিলেন।
মুক্তিপ্রাপ্ত আবদাল্লাহ আবু রাফি আল–জাজিরাকে বলেন, “আমাদের কাছে ওফের কারাগার ছিল এক কসাইখানা। তোশক নেই, খাবার অখাদ্য, প্রতিনিয়ত নির্যাতন।”
আরেকজন বন্দি ইয়াসিন আবু বলেন, “আমি চার দিন কিছুই খেতে পারিনি। এখানে এসে দুইটি মিষ্টি খেয়েছি— সেটিই আমার প্রথম খাবার।”
গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল অন্তত ১,৭০০ ফিলিস্তিনি বন্দি মুক্ত করেছে, যাদের অনেককে জাতিসংঘ ‘বলপূর্বক গুম হওয়া ব্যক্তি’ হিসেবে বর্ণনা করেছে।
স্বাধীনতা পাওয়া সাইদ শুবাইর বলেন, “সূর্যের আলো দেখা আর শৃঙ্খলমুক্ত হওয়া এই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না।”
মুক্তিপ্রাপ্তরা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে কারাগার পরিস্থিতি তদন্তের আহ্বান জানিয়েছেন।