সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী নেতা বারাক ওবামা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আইনবহির্ভূত ও বেপরোয়া শাসন’-এর বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ও নিউ জার্সিতে দলীয় প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় তিনি এই আহ্বান জানান।
ভার্জিনিয়ার নরফোক শহরের ওল্ড ডমিনিয়ন বিশ্ববিদ্যালয়ে এক সমাবেশে ওবামা বলেন, এখন সময় এসেছে আমরা এই বেপরোয়া শাসনের মুখোমুখি হই। দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও রাষ্ট্রব্যবস্থা এক অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তাই ডেমোক্র্যাটদের ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে।
তিনি স্বীকার করেন, প্রতিবাদ শুরু করা সহজ নয়। প্রতিদিন হোয়াইট হাউস থেকে এমন সব তথ্য আসে, যা সত্যিই পাগলামি ছাড়া কিছু নয় এবং এই পাগলামি প্রতিদিনই বাড়ছে, বলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।
ওবামা আরও বলেন, ট্রাম্পের বৈদেশিক বাণিজ্যনীতি ও শুল্ক সিদ্ধান্ত ব্যবসা-বাণিজ্যে অস্থিরতা তৈরি করেছে। আমি বিস্মিত যে কত সহজেই বড় ব্যবসায়ী ও আইনজীবীরা এ ধরনের অযৌক্তিক সিদ্ধান্ত মেনে নিয়েছেন।
এ সময় তিনি ট্রাম্প প্রশাসনের সংবিধান উপেক্ষা করে বিভিন্ন শহরে সেনা মোতায়েনের পদক্ষেপকেও তীব্র সমালোচনা করেন। ওবামার ভাষায়, কংগ্রেসের অনেক রিপাবলিকান সদস্য নিজেরাও বুঝতে পারছেন ট্রাম্পের নীতি বিপজ্জনক, কিন্তু তারা তাকে থামাতে পারছেন না। তাই এখন আমাদেরই পদক্ষেপ নিতে হবে।
নিউ জার্সির নেওয়ার্ক শহরে আরেকটি সমাবেশে ওবামা বলেন, ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রতিটি দিন আমেরিকানদের জন্য ভৌতিক অভিজ্ঞতা হয়ে উঠেছে। প্রশাসন অচল, জরুরি সেবায় অর্থের সংকট— অথচ তিনি কোটি কোটি ডলার খরচ করছেন বিলাসবহুল বলরুম তৈরিতে।