ডেনমার্কের প্রধান সামরিক ঘাঁটি কারুপের আকাশে একাধিক অজ্ঞাত ড্রোন দেখা যাওয়ায় দেশজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাতে স্থানীয় সময় রাত ৮টার দিকে প্রথম ড্রোন শনাক্ত হয়। কয়েক ঘণ্টা টানা ওড়াউড়ির কারণে সাময়িকভাবে আকাশসীমা বন্ধ রাখা হয়, যদিও বাণিজ্যিক ফ্লাইট ব্যাহত হয়নি।
ডেনিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুধু কারুপ নয়, আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাতেও একই ধরনের ড্রোন উড়তে দেখা গেছে। তবে নিরাপত্তার কারণে সেসব ঘাঁটির নাম প্রকাশ করা হয়নি। তদন্তে নামতে গিয়ে পুলিশ জানিয়েছে, ড্রোনগুলো কোথা থেকে এসেছে তা নিশ্চিত করা যায়নি।
কর্তৃপক্ষ এটিকে সম্ভাব্য ‘হাইব্রিড হামলা’ হিসেবে দেখছে। যদিও এখনো রাশিয়ার সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মেলেনি, তবুও সন্দেহের তীর মস্কোর দিকেই যাচ্ছে। রাশিয়ার দূতাবাস অবশ্য এসব অভিযোগকে ‘অযৌক্তিক নাটক’ বলে উড়িয়ে দিয়েছে।
কারুপ ঘাঁটিতে প্রায় সাড়ে তিন হাজার কর্মী কাজ করেন, যেটি ডেনিশ প্রতিরক্ষার প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে শুধু ডেনমার্ক নয়, নরওয়ে, জার্মানি ও লিথুয়ানিয়ার আকাশেও রহস্যময় ড্রোন দেখা গেছে, যা ইউরোপজুড়ে নিরাপত্তা হুমকি তৈরি করেছে।