বাংলাদেশের খাগড়াছড়ি জেলায় সাম্প্রতিক সহিংস ঘটনার পেছনে ভারতের সংশ্লিষ্টতা থাকার অভিযোগ অস্বীকার করেছে নয়াদিল্লি। শুক্রবার (৩ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম অভিযোগ করেছিলেন, খাগড়াছড়িকে অশান্ত করতে ভারতসহ কিছু গোষ্ঠী ইন্ধন দিচ্ছে। তার মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধীর জয়সওয়াল বলেন, “বাংলাদেশ সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে মিথ্যা অভিযোগ করছে। তাদের উচিত পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা, অগ্নিসংযোগ ও ভূমি দখলের ঘটনার সঠিক তদন্ত করা।”
উল্লেখ্য, খাগড়াছড়ি জেলা সদরে গত ২৩ সেপ্টেম্বর এক কিশোরীকে অচেতন করে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়। তবে পরে মেডিকেল রিপোর্টে ধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এর আগেই দুর্বৃত্তরা শতাধিক বাড়িঘর ও দোকানপাটে হামলা চালায়।
স্বরাষ্ট্র উপদেষ্টা অভিযোগ করেছেন, দুর্গাপূজা সামনে রেখে পরিবেশ নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে এ সহিংসতা ঘটানো হয়েছে। তবে ভারত একে ‘রাজনৈতিক অভিযোগ’ আখ্যা দিয়েছে।