পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় শোকাহত। আমহারা অঞ্চলের আরেরতি শহরে ধর্মীয় উৎসব চলাকালে গির্জার অস্থায়ী কাঠামো ভেঙে পড়ে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ২০০ জন।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে হাজারো তীর্থযাত্রী মেনজার শেনকোরা আরেরতি মারিয়াম গির্জায় জমায়েত ছিলেন। হঠাৎ করেই কাঠের বিশাল অস্থায়ী মঞ্চ ভেঙে পড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় পুলিশপ্রধান আহমেদ গেবেয়েহু জানান, নিহতের সংখ্যা বাড়তে পারে। গুরুতর আহতদের অনেককে রাজধানী আদ্দিস আবাবার হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, কিছু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, উদ্ধারকাজ চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, কাঠের ভাঙা স্তূপের ভেতর মানুষজন মরিয়া হয়ে খুঁজছেন তাদের প্রিয়জনকে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
উৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো শোক ও কান্নায়, দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।