রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন, রাশিয়া নতুন প্রজন্মের পারমাণবিকচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করছে। তিনি বলেছেন, এই ক্ষেপণাস্ত্রের গতিবেগ শব্দগত গতির তুলনায় প্রায় তিনগুণ হবে এবং ভবিষ্যতে তা হাইপারসনিক গতিতেও পৌঁছাতে সক্ষম করা হবে।
মস্কোতে এক রাষ্ট্রীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঙ্গলবার পুতিন এসব কথা জানান। অনুষ্ঠানে তিনি বুরেভেসনিক ও পানির নিচে ব্যবহারের জন্য 'পোসেইডন' প্রকল্পে যুক্ত বিজ্ঞানী ও প্রকৌশলীদের সংবর্ধনা দান করেন। পুতিন বলেন, নতুন এই ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো বুরেভেসনিক ও পোসেইডনের মতো একই ধরনের শক্তি ইউনিটের ভিত্তিতে তৈরি হবে এবং উভয় প্রকল্প পরস্পরকে সম্পূরক করবে।
তিনি বুরেভেসনিক প্রকল্পকে রাশিয়ার জন্য ‘ঐতিহাসিক অর্জন’ হিসেবে আখ্যায়িত করে বলেন, এই প্রযুক্তি আগামী কয়েক দশকের জন্য দেশের কৌশলগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুতিন আরও দাবি করেন, পরীক্ষামূলক চক্রে বুরেভেসনিককে নিয়ে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়েছে; এক সংবাদবার্তায় বলা হয়, ওই ক্ষেপণাস্ত্র একটি পরীক্ষায় প্রায় ১৫ ঘণ্টা উড়ে প্রায় ১৪ হাজার কিলোমিটার অতিক্রম করেছিল।
পুতিন বলেন, গত ২১ অক্টোবর পরীক্ষার সময় পরীক্ষাস্থলের কাছে ন্যাটো একটি যুদ্ধজাহাজ উপস্থিত ছিল, তবে মস্কো তাদের কার্যক্রমে বাধা দেয়নি। তিনি জোর দিয়ে বলেন, রাশিয়া কোনো দেশের বিরুদ্ধে হুমকি নয়; অন্যান্য পারমাণবিক ক্ষমতাধর দেশের ন্যায় রুশ প্রতিরক্ষা সক্ষমতাও আধুনিকীকরণ চলছে।
রুশ শীর্ষকর্তারা দাবি করেন, বুরেভেসনিক ও পোসেইডনে প্রয়োগ করা দেশীয় প্রযুক্তি কেবল কৌশলগত নয় ভবিষ্যতে তা বেসামরিক খাতেও নতুন সুযোগ খুলে দিতে পারে। একই সঙ্গে পুতিন উল্লেখ করেন, এ বছরের মধ্যে তারা সারমাত নামের একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের যুদ্ধ-পরীক্ষা চালাবে এবং আগামী বছর সেটি পূর্ণাঙ্গভাবে মোতায়েন করা হবে।