ওরেগনের পোর্টল্যান্ড শহরে আবারও সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৭ সেপ্টেম্বর) তার নিজস্ব প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া বার্তায় তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধে প্রতিরক্ষামন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে শহরে সেনা মোতায়েন করতে।
ট্রাম্পের দাবি, স্থানীয় আইসিই কার্যালয় কয়েক মাস ধরে অভিবাসনবিরোধী বিক্ষোভকারীদের অবরোধের মুখে রয়েছে এবং ‘অভ্যন্তরীণ সন্ত্রাসী’ গোষ্ঠীগুলো সেখানে নৈরাজ্য চালাচ্ছে। তিনি প্রয়োজনে ‘সর্বশক্তি প্রয়োগ’ করার হুমকিও দেন। তবে হোয়াইট হাউস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
অন্যদিকে, ওরেগনের সিনেটর জেফ মার্কলে, পোর্টল্যান্ডের মেয়র কেইথ উইলসনসহ স্থানীয় নেতারা সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তাদের অভিযোগ, ট্রাম্প ইচ্ছাকৃতভাবে সহিংস পরিবেশ তৈরি করতে চাইছেন, যাতে শহরটিকে ‘দাঙ্গাগ্রস্ত অঞ্চল’ হিসেবে প্রমাণ করা যায়।
প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে আইসিই কার্যালয় ঘিরে নিয়মিত বিক্ষোভ চলছে। অভিবাসীদের ওপর ধরপাকড় বন্ধের দাবিতে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই পদক্ষেপ আগামী নির্বাচনের আগে তার রাজনৈতিক ইমেজ বাড়ানোর প্রচেষ্টা হতে পারে।