দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে প্রথম ভাষণেই তীব্র সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠায় সম্পূর্ণ ব্যর্থ এবং কেবল কঠোর ভাষায় চিঠি লেখা ছাড়া আর কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারে না।
ট্রাম্প বলেন, “জাতিসংঘ আসলে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে অভিবাসন উৎসাহিত করছে। উন্মুক্ত সীমান্তের নামে দেশগুলো ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।” তিনি জলবায়ু পরিবর্তনকে “বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা” বলেও অভিহিত করেন।
৭৯ বছর বয়সী এই প্রেসিডেন্ট জাতিসংঘ সদর দপ্তরের ভাঙা এসকেলেটর ও খারাপ টেলিপ্রম্পটার নিয়েও কটাক্ষ করে বলেন, “জাতিসংঘ থেকে আমি যা পেয়েছি, তা হলো একটি ভাঙা এসকেলেটর আর একটি খারাপ টেলিপ্রম্পটার।”
ট্রাম্পের ভাষণে ইউক্রেন যুদ্ধ, গাজা ইস্যু এবং ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সমালোচনা প্রাধান্য পায়। তিনি দাবি করেন, “জাতিসংঘ ফাঁকা বুলি দিয়ে যুদ্ধ থামাতে পারবে না।”