বিশ্ব সামরিক শক্তির নতুন সূচকে ভারত উঠে এসেছে তৃতীয় স্থানে— চীনকে পেছনে ফেলে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর এখন বৈশ্বিক বিমান সক্ষমতায় ভারতের অবস্থান দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত।
ওয়ার্ল্ড ডিরেক্টরি অব মডার্ন মিলিটারি এয়ারক্র্যাফট (WDMMA)-এর ২০২৫ সালের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে ১০৩টি দেশ ও ১২৯টি বিমান পরিষেবার মধ্যে ভারত এখন এশিয়ার শীর্ষস্থানীয় বিমান শক্তিধর দেশ।
রিপোর্টে শুধু বিমান সংখ্যার হিসাব নয়, আক্রমণাত্মক-প্রতিরক্ষামূলক ক্ষমতা, রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ এবং আধুনিকীকরণের ওপর ভিত্তি করে সামগ্রিক রেটিং নির্ধারণ করা হয়েছে।
তালিকায় যুক্তরাষ্ট্র ২৪২.৯ রেটিং নিয়ে প্রথম, রাশিয়া ১১৪.২ রেটিংয়ে দ্বিতীয়, আর ভারত ৬৯.৪ রেটিংয়ে তৃতীয়। ভারতের মোট ১,৭১৬টি সামরিক বিমান রয়েছে, যার মধ্যে ৩১ শতাংশ যুদ্ধবিমান।
চীন ৫৮.১ রেটিং নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে। পঞ্চম থেকে দশম স্থানে রয়েছে জাপান, ইসরায়েল, ফ্রান্স, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইতালি। পাকিস্তান অবস্থান করছে ১৪তম স্থানে, আর বাংলাদেশের অবস্থান ৬৮ নম্বরে, ১৪.১ রেটিংসহ।
সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই র্যাংকিং ভারতের ক্রমবর্ধমান প্রতিরক্ষা প্রস্তুতি ও প্রযুক্তিগত উন্নতির প্রমাণ বহন করে, যা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন ভারসাম্য সৃষ্টি করবে।