সুপার টাইফুন ‘রাগাসা’র আঘাতে বিপর্যস্ত তাইওয়ানের পূর্বাঞ্চল। প্রবল বর্ষণ ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৫-তে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৭ জন।
কাদা ও পানির স্রোতে গুয়াংফু এলাকার বহু ঘরবাড়ি মাটিচাপা পড়ে যায়। পাহাড়ি হ্রদ উপচে পড়ে রাস্তাঘাট, সেতু ও বিদ্যুৎ সংযোগ ভেঙে গেছে। অন্তত ২০ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
দমকল বাহিনী, সেনা ও স্বেচ্ছাসেবীরা ঘন কাদার ভেতর আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে। অনেক পরিবার এখনও তাদের প্রিয়জনের সন্ধান না পেয়ে হতাশায় ভুগছে।
তবে দ্বীপটির পশ্চিম অংশে অবস্থিত বিশ্বখ্যাত সেমিকন্ডাক্টর শিল্প অক্ষত আছে বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।
প্রতিবছর একাধিক টাইফুন আঘাত হানে তাইওয়ানে। তবে ‘রাগাসা’ সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় হিসেবে আঘাত হেনেছে। পরিবেশবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে টাইফুন আরও তীব্র হচ্ছে।