আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রিলিফওয়েবের সাম্প্রতিক জরিপে দেখা গেছে, লিবিয়ায় বর্তমানে বিশ্বের ৪৫টি দেশের প্রায় ৮ লাখ ৯৫ হাজার অভিবাসী অবস্থান করছেন। এর মধ্যে দুই শতাংশ অর্থাৎ ২০ হাজার ৩৯২ জন বাংলাদেশি।
প্রতিবেদনে বলা হয়, মে থেকে জুলাই পর্যন্ত সময়ে লিবিয়ার ১০০টি পৌরসভায় এই জরিপ পরিচালিত হয়। সবচেয়ে বেশি অভিবাসী এসেছেন সুদান (৩ লাখ ৮৯ হাজার), নিগার (১ লাখ ৮৯ হাজার) ও মিসর (১ লাখ ৬৯ হাজার) থেকে।
বাংলাদেশিরা মূলত তুরস্ক ও আমিরাত হয়ে লিবিয়ায় পৌঁছাচ্ছেন। জরিপ অনুযায়ী, ৪৬ শতাংশ বাংলাদেশি তুরস্ক হয়ে লিবিয়ায় প্রবেশ করেন, এতে গড়ে খরচ হয় ৪,২৭৭ ডলার।
এছাড়া ১৪ শতাংশ প্রথমে সংযুক্ত আরব আমিরাত, পরে তুরস্ক হয়ে যান— তাদের খরচ প্রায় ৩,২২৮ ডলার। আবার ১৩ শতাংশ বাংলাদেশ থেকে আমিরাত হয়ে মিসর হয়ে প্রবেশ করেন, গড়ে ব্যয় ৩,৪৯৫ ডলার।
অন্য ২৭ শতাংশ বিভিন্ন দেশ যেমন— সৌদি আরব, কাতার, ভারত বা জর্ডান হয়ে লিবিয়া পৌঁছান। এই পথে গড় খরচ তুলনামূলক কম, প্রায় ১,৬৬২ ডলার।
বিশেষজ্ঞদের মতে, লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার প্রবণতাই অনেককে ঝুঁকিপূর্ণ পথে ঠেলে দিচ্ছে।
রিলিফওয়েব বলছে, অবৈধ অভিবাসন ঠেকাতে উৎস ও গন্তব্য— উভয় দেশেই কঠোর তদারকি প্রয়োজন।