ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাম্প্রতিক এক ফোনালাপে ‘পাকিস্তানের সঙ্গে যুদ্ধ না করার’ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি দাবি করেন, চলতি বছরের মে মাসে ভারত-পাকিস্তান সীমান্ত সংঘাত থামাতে মূল ভূমিকা পালন করেছে তার প্রশাসন।

বুধবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডন

ট্রাম্প এ বক্তব্য দেন হোয়াইট হাউসে আয়োজিত দীপাবলি (দিওয়ালি) উৎসবে বক্তব্য প্রদানকালে। সেখানে তিনি বলেন, “আমি মোদির সঙ্গে দারুণ এক ফোনালাপ করেছি। আমরা বাণিজ্য নিয়ে কথা বলেছি, এবং পাকিস্তানের সঙ্গে যুদ্ধ না করার বিষয়েও আলোচনা হয়েছে।”

তিনি আরও বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধ নেই, যা সত্যিই দারুণ ব্যাপার। আমরা বাণিজ্য ও শান্তি— উভয় বিষয় নিয়েই আলোচনা করেছি।”

ট্রাম্প মোদিকে “অসাধারণ ব্যক্তি” উল্লেখ করে বলেন, বছরের পর বছর ধরে তিনি আমার ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছেন।

এদিকে, ভারত আগেই ট্রাম্পের এমন দাবি অস্বীকার করে বলেছে— যুক্তরাষ্ট্রের কোনো চাপ নয়, বরং কূটনৈতিক তৎপরতার কারণেই যুদ্ধ পরিস্থিতি থেমেছিল। অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ট্রাম্পের “নেতৃত্ব ও সক্রিয় ভূমিকার” প্রশংসা করেছেন।

দীপাবলি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প আরও জানান, মোদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত সমাপ্তি দেখতে চান। ট্রাম্প বলেন, “তিনি (মোদি) চান যুদ্ধটা দ্রুত শেষ হোক, যেমনটা আমিও চাই। মোদি রাশিয়া থেকে খুব বেশি তেল কিনছেন না, বরং তা ধীরে ধীরে কমিয়ে আনছেন।”

আন্তর্জাতিক কূটনীতির প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমরা আমেরিকাকে প্রথমে রাখছি, কিন্তু সবার মধ্যেই পারস্পরিক বোঝাপড়া ও শান্তির সংস্কৃতি গড়ে তুলতে চাইছি।” তিনি দাবি করেন, “মধ্যপ্রাচ্যে আমরা ‘পূর্ণ শান্তি’ প্রতিষ্ঠা করেছি, যা কেউ কল্পনাও করেনি। আগে যারা একে অপরকে ঘৃণা করত, এখন তারা বন্ধু।