রাজধানী দিল্লির মাদানগির এলাকায় গার্হস্থ্য সহিংসতার এক ভয়াবহ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন ২৮ বছর বয়সী দীনেশ। পুলিশ জানায়, স্ত্রী ঘুমন্ত অবস্থায় তার শরীরে ফুটন্ত তেল ও মরিচের গুঁড়া ঢেলে দেন।

দীনেশ বর্তমানে সাফদরজং হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। তার শরীরের বুক, মুখ ও হাতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, দাম্পত্য কলহের জের ধরেই এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত স্ত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনটি ধারায় মামলা হয়েছে। তবে এখনো তাকে গ্রেপ্তার করা যায়নি।