ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক কূটনীতিতে এ পদক্ষেপকে এক ঐতিহাসিক মোড় বলে আখ্যা দেওয়া হচ্ছে।

রোববার প্রথমে ঘোষণা দেয় কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক্সে লিখেছেন, “কানাডা আজ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। পাশাপাশি ফিলিস্তিন ও ইসরায়েলের শান্তিপূর্ণ ভবিষ্যৎ নির্মাণে অংশীদার হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।”

এর কিছুক্ষণ পরেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ জানান, যুক্তরাজ্য ও কানাডার সঙ্গে যৌথ উদ্যোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ‘দুই রাষ্ট্র সমাধানের আন্তর্জাতিক প্রচেষ্টাকে নতুন গতি দেবে।’

সবশেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ভিডিও বার্তায় বলেন, “যুক্তরাজ্য আজ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। শান্তি ও টেকসই দুই রাষ্ট্র সমাধানের জন্য এটি অপরিহার্য পদক্ষেপ।”

বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত পশ্চিমা পররাষ্ট্রনীতির বড় পরিবর্তন এবং ফিলিস্তিন–ইসরায়েল শান্তি প্রক্রিয়ায় নতুন মাত্রা আনবে।