ভারতের রাজধানী নয়াদিল্লিতে আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিককে প্রবেশ করতে দেওয়া হয়নি।
গত শুক্রবার (১০ অক্টোবর) আফগান দূতাবাসে অনুষ্ঠিত এ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত হন মুত্তাকি। তবে আয়োজক আফগান কর্মকর্তারা নারী সাংবাদিকদের তালিকা থেকে বাদ দেন বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু।
ঘটনার নিন্দা জানিয়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এক্সে লিখেছেন, “তালেবান প্রতিনিধি দলের সফরে নারী সাংবাদিকদের বাদ দেওয়া অত্যন্ত লজ্জাজনক।”
সংবাদ সম্মেলনে আফগান মন্ত্রী বলেন, “প্রত্যেক দেশের নিজস্ব সংস্কৃতি ও নীতি আছে, তা সম্মান করা উচিত।” তিনি দাবি করেন, “তালেবান শাসনে এখন আফগানিস্তানে শান্তি ও স্থিতি ফিরে এসেছে।”
তবে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, আফগান নারীরা শিক্ষা, চাকরি ও মৌলিক অধিকার থেকে বঞ্চিতই রয়ে গেছেন।