পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ফের শুরু হয়েছে তীব্র সংঘাত। মঙ্গলবার রাত থেকে কুররম জেলায় দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় চলছে। পাকিস্তান দাবি করেছে, আফগান সেনাদের চারটি সীমান্ত পোস্ট ও ছয়টি ট্যাংক ধ্বংস করা হয়েছে।

পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ জানায়, আফগান সেনাবাহিনী ও টিটিপি (তেহরিক-ই তালিবান পাকিস্তান) যৌথভাবে হামলা চালায় পাকিস্তানের সীমান্ত পোস্টে। পাল্টা জবাবে পাকিস্তান ব্যাপক হামলা চালিয়ে আফগান পোস্ট ধ্বংস করে দেয়।

এই সংঘাতে বহু হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনা সূত্র। গত সপ্তাহেও অনুরূপ সংঘাত হয় দুই দেশের মধ্যে।

বিশ্লেষকদের মতে, টিটিপি নেতাদের আশ্রয় দেওয়ায় পাকিস্তান ক্ষুব্ধ; অন্যদিকে, আফগানিস্তান অভিযোগ করছে, পাকিস্তান তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। ফলে সীমান্তে উত্তেজনা আবারও নতুন করে জ্বলে উঠেছে।