দখলদার ইসরায়েলের সঙ্গে এ বছরের মধ্যেই কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে সৌদি আরব— এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রভাবশালী টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রিয়াদ ও তেলআবিবের মধ্যে সম্পর্ক স্থাপনের বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
গত ১৫ অক্টোবর ট্রাম্পের সঙ্গে এই সাক্ষাৎকারটি নেওয়া হয়, যা বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রকাশ করে টাইম ম্যাগাজিন।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,আমি মনে করি, আমরা সৌদি-ইসরায়েল সম্পর্কের খুব কাছাকাছি। আমি মনে করি, সৌদি নেতৃত্ব দেবে। আগে সৌদির গাজা ও ইরান সমস্যা ছিল, এখন তাদের কোনো সমস্যা নেই।
প্রশ্ন করা হলে, সৌদি আরব কি সত্যিই এ বছরের মধ্যেই ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সংক্ষিপ্তভাবে বলেন, “হ্যাঁ।”
মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া এবং ফিলিস্তিন প্রসঙ্গেও ট্রাম্প তার অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, ফিলিস্তিনি অথরিটির (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে তিনি ফিলিস্তিনিদের নেতা হিসেবে দেখেন না।এই মুহূর্তে ফিলিস্তিনিদের কোনো দৃশ্যমান নেতা নেই। যারা দৃশ্যমান হয়েছেন, তাদের অনেককেই হত্যা করা হয়েছে, — বলেন ট্রাম্প।
এছাড়া ফিলিস্তিনের জনপ্রিয় নেতা মারওয়ান বারঘুতির মুক্তি বিষয়ে টাইম ম্যাগাজিনের প্রশ্নে ট্রাম্প বলেন, আপনাকে সাক্ষাৎকার দেওয়ার ১৫ মিনিট আগেও আমাকে এই প্রশ্ন করা হয়েছে। আমি বিষয়টি নিয়ে ভাবছি এবং এ বিষয়ে একটি সিদ্ধান্ত নেব।
তিনি আরও ইঙ্গিত দেন যে, কোনো একদিন তিনি নিজেই গাজা উপত্যকা সফর করতে পারেন।