বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুইডিশ অ্যাকাডেমি ঘোষণা করে,“লাসলো ক্রাসনাহোরকাই তার গভীর ও দূরদৃষ্টিসম্পন্ন রচনাবলির জন্য নোবেল পুরস্কার অর্জন করেছেন।”

একাধারে ঔপন্যাসিক ও চিত্রনাট্যকার ক্রাসনাহোরকাই মধ্য ইউরোপীয় সাহিত্য-ঐতিহ্যের ধারক। তার লেখায় থাকে ধীর গতি, ধ্যানমগ্নতা ও অস্তিত্বের প্রশ্ন। ২০২৪ সালের সাহিত্যে নোবেল পেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার লেখক হান ক্যাং।