পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে শুক্রবার একাধিক সন্ত্রাসী হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে রয়েছেন পুলিশ ও প্যারামিলিটারি সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আফগান সীমান্তবর্তী খাইবার এলাকায় আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে পুলিশ ট্রেনিং স্কুলে ঢুকে পড়ে। মুহূর্তেই বিস্ফোরণ ও গোলাগুলি শুরু হয়। এতে ৭ পুলিশ সদস্য নিহত হন।

এছাড়া পার্শ্ববর্তী বাজাপুর এলাকায় আরেক হামলায় তিন বেসামরিকসহ ৫ জন মারা যান। এর আগে একই দিনে সীমান্ত এলাকায় টিটিপির হামলায় ১১ প্যারামিলিটারি সদস্য নিহত হন।

শনিবার সামাজিকমাধ্যমে টিটিপি এই হামলার দায় স্বীকার করে। সংস্থাটি দাবি করে, “এটি আমাদের প্রতিশোধমূলক অভিযান।”

পাকিস্তান বলছে, আফগানিস্তানের তালেবান সরকার টিটিপিকে আশ্রয় ও সহায়তা দিচ্ছে। যদিও কাবুল এসব অভিযোগ অস্বীকার করেছে। বিশ্লেষকদের মতে, সম্প্রতি আফগান মাটিতে টিটিপি নেতাদের ওপর পাকিস্তানের বিমান হামলার জবাব হিসেবেই এসব হামলা চালানো হয়েছে।

গত এক সপ্তাহে টিটিপির হামলায় পাকিস্তানের ৩০ জনের বেশি নিরাপত্তা সদস্য প্রাণ হারিয়েছেন, যা সীমান্ত এলাকায় নতুন উত্তেজনার জন্ম দিয়েছে।