মণিপুরের রাজধানী ইম্ফালে অতর্কিত হামলায় দুই ভারতীয় প্যারামিলিটারি সেনা নিহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় আসাম রাইফেলসের সেনাদের বহনকারী একটি ট্রাকে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি ছুড়লে এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ‘৪০৭ টাটা ট্রাক’টি ইম্ফাল থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। হামলাস্থল ইম্ফাল বিমানবন্দর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে। ঘটনাস্থলে গুরুতর আহত একজন কর্মকর্তাকে পড়ে থাকতে দেখা গেছে, আর ট্রাকের চারপাশে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।

মণিপুরের গভর্নর অজয় কুমার ভাল্লা হামলার নিন্দা জানিয়ে বলেন, “এ ধরনের হামলা সহ্য করা হবে না। সেনাদের লক্ষ্য করে গুলি চালানোদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি নিহত ও আহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

মণিপুরে মেইত সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি দীর্ঘদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে। এর আগেও তারা আসাম রাইফেলসের ওপর হামলা চালিয়েছে। ২০২১ সালে এই গোষ্ঠীর হামলায় কর্ণেল বিপ্লব ত্রিপাঠী, তার স্ত্রী ও সন্তান নিহত হন; পাশাপাশি উদ্ধার অভিযানে নেমে কুই রিঅ্যাকশন ফোর্সের তিন সেনাও প্রাণ হারান।