সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এ বছর নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাসজলো ক্রাসনাহোরকাই। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুইডিশ অ্যাকাডেমি তার নাম ঘোষণা করে।

সুইডিশ অ্যাকাডেমির এক বিবৃতিতে বলা হয়েছে, "আকর্ষণীয় এবং দুরদর্শী রচনার জন্য" তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। তারা আরও জানিয়েছে, তার লেখনি "বিশ্বব্যাপী ভয়াবহতার মধ্যে শিল্পের শক্তিকে পুনরায় নিশ্চিত করেছে।"

লাসজলো ক্রাসনাহোরকাইকে মধ্য ইউরোপীয় সাহিত্যের এক মহাকাব্যিক লেখক হিসেবে আখ্যা দিয়েছে সুইডিশ অ্যাকাডেমি। তারা বলেছে, তার সাহিত্যকর্ম বিশ্বখ্যাত সাহিত্যিক ফ্রান্ৎস কাফকা এবং থমাস বার্নহার্ড-এর মতো লেখকদের দ্বারা অনুপ্রাণিত।

প্রসঙ্গত, সাহিত্যের নোবেল পুরস্কারের মনোনয়ন প্রক্রিয়া অত্যন্ত গোপনীয়। সুইডিশ অ্যাকাডেমি দীর্ঘ ৫০ বছর পর্যন্ত মনোনীতদের নাম প্রকাশ করে না। ফলে বিজয়ীর নাম আগে থেকে অনুমান করা বেশ কঠিন।

উল্লেখ্য, ১৯০১ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত ১১৭ বার সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে। মোট ১২১ জন সাহিত্যিক এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে ১৮ জন নারী। এছাড়া চারবার যৌথভাবে একাধিক সাহিত্যিককে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।