মৃত ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরতের প্রতিশ্রুতি পাওয়ার পর গাজায় ত্রাণ প্রবেশে আর বাধা রাখছে না ইসরায়েল। মঙ্গলবার রাতে ইসরায়েলের মন্ত্রিসভা এই সিদ্ধান্ত অনুমোদন করে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, কাতার ও মিসরের মধ্যস্থতায় হামাস প্রতিশ্রুতি দিয়েছে, মৃতদের মরদেহ হস্তান্তর অব্যাহত থাকবে।

গাজা যুদ্ধবিরতির পর হামাস ইতোমধ্যে ২০ জীবিত জিম্মিকে মুক্তি দিয়েছে এবং ৪ জনের মরদেহ ফেরত দিয়েছে। আরও মরদেহ হস্তান্তরের আশ্বাস দেওয়ায় ইসরায়েল রাফা সীমান্ত খুলে দেয়।

এই পদক্ষেপের ফলে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর মাধ্যমে খাদ্য ও চিকিৎসা সহায়তা পুনরায় প্রবেশ শুরু হয়েছে গাজায়।