ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও থামেনি মৃত্যুর মিছিল। ধ্বংসস্তূপের নিচ থেকে একদিনেই উদ্ধার করা হয়েছে ১৩৫টির বেশি মরদেহ।

বার্তাসংস্থা ওয়াফার তথ্যে জানা গেছে, শুক্রবার (১০ অক্টোবর) গাজার বিভিন্ন হাসপাতলে অন্তত ১৫৫টি মৃতদেহ আনা হয়। এর মধ্যে গাজা সিটির আল-শিফা হাসপাতালে ৪৩টি, আল-আহলি হাসপাতালে ৬০টি এবং খান ইউনিসের নাসের হাসপাতালে ৩২টি মরদেহ নেওয়া হয়।

উদ্ধারকর্মীরা জানাচ্ছেন, ইসরায়েলি বোমাবর্ষণ বন্ধ না হলে আরও অনেক মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে আশঙ্কা।

একই দিনে ঘাবুন পরিবারের ওপর হামলায় ১৬ জন নিহত হয়, যা সাম্প্রতিক সময়ের ভয়াবহতম হত্যাযজ্ঞগুলোর একটি।

যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী আগামী ৭২ ঘণ্টায় হামাস ২০ জীবিত ও কয়েকজন মৃত জিম্মির মরদেহ ফেরত দেবে বলে ধারণা করা হচ্ছে। তবে শুক্রবারের হামলা যুদ্ধবিরতি লঙ্ঘন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।