অবরুদ্ধ গাজা উপত্যকার উদ্দেশে মানবিক সহায়তা নিয়ে যাওয়া “গ্লোবাল সুমুদ ফ্লোটিলা”র আরও ১৩০ জন অধিকারকর্মীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (৭ অক্টোবর) তাদের জর্ডানের কাছে হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

জর্ডানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পেত্রা নিউজ জানিয়েছে, ইসরায়েলের মাধ্যমে ফেরত পাওয়া এই কর্মীদের জন্য চিকিৎসা ও প্রাথমিক সহায়তা নিশ্চিত করা হয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে তুরস্ক, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়া, কুয়েত, আর্জেন্টিনা ও লিবিয়ার নাগরিকও রয়েছেন।

ফ্লোটিলায় ৪২টি জাহাজে প্রায় ৫০০ জন অধিকারকর্মী গাজা অভিমুখে রওনা দিয়েছিলেন। তাদের উদ্দেশ্য ছিল অবৈধ নৌ অবরোধ ভেঙে ফিলিস্তিনে খাদ্য ও ওষুধ পৌঁছে দেওয়া। কিন্তু আন্তর্জাতিক জলসীমায় প্রবেশের পর ইসরায়েলি নৌবাহিনী পুরো বহরটি আটক করে এবং আসোদ বন্দরে নিয়ে যায়।

আটককৃতদের অভিযোগ, ইসরায়েলি সেনারা জাহাজে উঠে নিরস্ত্র কর্মীদের ওপর হামলা চালিয়েছে, এমনকি নারী স্বেচ্ছাসেবীদের সঙ্গেও অশোভন আচরণ করেছে। সুপরিচিত পরিবেশবাদী গ্রেটা থুনবার্গকে জোরপূর্বক ইসরায়েলি পতাকা গায়ে জড়িয়ে ছবি তোলা হয় বলেও জানা গেছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এ ঘটনার নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে অবরুদ্ধদের মুক্তি ও ঘটনার পূর্ণ তদন্তের দাবি তুলেছে।