ইসরায়েলের হাতে আটক ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র অভিযাত্রীরা অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। শুক্রবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানিয়েছে, আটক সঙ্গীদের মুক্তির দাবিতে অভিযাত্রীরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
গত ৩১ আগস্ট স্পেনের একটি বন্দর থেকে ৪৩টি নৌযান নিয়ে যাত্রা শুরু করে সুমুদ ফ্লোটিলা। খাদ্য ও ওষুধ নিয়ে গাজার উদ্দেশে রওনা হওয়া এ অভিযানে অংশ নিয়েছিলেন প্রায় ৪৪টি দেশের ৫০০ নাগরিক। তাদের মধ্যে ছিলেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ এবং দক্ষিণ আফ্রিকার প্রয়াত নেতা নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা।
ইসরায়েলি নৌবাহিনী গাজার জলসীমায় প্রবেশের আগেই একে একে সব নৌযান আটক করে। প্রথম ধাপে ১৩টি এবং পরবর্তী ধাপে ২৯টি নৌযান আটক করা হয়। শুক্রবার সকালে সর্বশেষ নৌযানটিও আটক করা হয়।
ফ্লোটিলা অভিযাত্রীরা বলছেন, গাজার সাধারণ মানুষের জন্য মানবিক সহায়তা পৌঁছানোই ছিল তাদের লক্ষ্য। অথচ ইসরায়েল মানবিক মিশনকে বাধাগ্রস্ত করেছে। অনশন চালিয়ে যাওয়া অভিযাত্রীরা আন্তর্জাতিক মহলের কাছে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।