ভেনেজুয়েলার উপকূলের কাছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ অবস্থান করছে। জানা গেছে, এটি ভেনেজুয়েলার কাছেই মহড়া করবে। এতে করে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা আরও তীব্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যারিবিয়ান অঞ্চলে টানা কয়েকদিন ছোট ছোট নৌকায় হামলা চালানোর পর এবার সরাসরি ভেনেজুয়েলায় হামলা চালানোর পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ নিয়ে তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
গত বৃহস্পতিবার এ জাহাজটি আসার ঘোষণা দেয় ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো সরকার। এটি দেশটির পোর্ট অব স্পেন বন্দর থেকে দেখা যাচ্ছে। ভেনেজুয়েলা নিয়ে মার্কিনিরা বড় ধরনের কোনো পরিকল্পনা করছে যার ইঙ্গিত পাওয়া গেছে শুক্রবার (২৪ অক্টোবর) । এদিন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ নৌবাহিনীর সবচেয়ে আধুনিক রণতরী ফোর্টকে ইউরোপ থেকে ক্যারিবিয়ান অঞ্চলে যাওয়ার নির্দেশ দেন।