মাদাগাস্কারে জেন-জি প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন সরকার পতনের রূপ নিয়েছে। বিক্ষোভের চাপে দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা।
রয়টার্স জানায়, ফরাসি সামরিক বাহিনীর একটি বিমানে করে তিনি রোববার ফ্রান্সের রাজধানী প্যারিসে পালিয়ে গেছেন।
সেনাবাহিনীর বিশেষ ইউনিট ক্যাপসাট বিদ্রোহ করে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাজধানী আন্তানানারিভোর প্রধান স্কয়ারে সেনাদের নেতৃত্বে বিক্ষোভকারীদের মিছিল হলে প্রেসিডেন্টের কার্যালয় ঘেরাও হয়। এরপরই দেশ ছাড়েন রাজোয়েলিনা।
ফরাসি রেডিও আরএফআই জানিয়েছে, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সমঝোতার ভিত্তিতে মাদাগাস্কার ছাড়েন তিনি। বর্তমানে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন সিনেটের নতুন সভাপতি জ্যঁ আন্দ্রে এনরেমাঞ্জারি।
২৫ সেপ্টেম্বর শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ২২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
প্রায় ৩ কোটি জনসংখ্যার এই দরিদ্র দেশে জনগণের গড় বয়স ২০ বছরের নিচে, এবং তিন-চতুর্থাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। বিশ্বের সবচেয়ে বড় ভ্যানিলা রপ্তানিকারক মাদাগাস্কার এখন রাজনৈতিক অস্থিরতায় অর্থনৈতিক বিপর্যয়ের মুখে।