বিশ্বখ্যাত প্রাণীবিদ ও সংরক্ষণকর্মী ডেম জেন গুডঅল আর নেই। যুক্তরাষ্ট্রে সফরকালে ক্যালিফোর্নিয়ায় ৯১ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।
শৈশব থেকেই প্রাণীর প্রতি গভীর অনুরাগী গুডঅল তানজানিয়ার বনে প্রথমবারের মতো শিম্পাঞ্জিকে যন্ত্র ব্যবহার করতে দেখে বিজ্ঞান জগতে আলোড়ন তোলেন।
গবেষণার মাধ্যমে তিনি প্রমাণ করেন, শিম্পাঞ্জিরা সামাজিক জীবন, আবেগ এবং যুদ্ধবিগ্রহে অংশ নেয়। তার পর্যবেক্ষণ বিবর্তন বিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচন করে।
১৯৭৭ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘জেন গুডঅল ইনস্টিটিউট’, যা শিম্পাঞ্জি সুরক্ষা ও পরিবেশ রক্ষায় কাজ করছে। জলবায়ু পরিবর্তন ও বন ধ্বংস রোধে তার অবদান বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে।
জাতিসংঘ থেকে শুরু করে গ্রিনপিসসহ বহু সংস্থা তাকে শ্রদ্ধা জানিয়েছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও গভীর শোক প্রকাশ করেছেন।
গুডঅলের জীবন প্রকৃতি রক্ষায় নিবেদিত এক অনন্য উত্তরাধিকার হয়ে থাকবে।